গাজীপুর বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

আপডেট: November 10, 2024 |
inbound3400010075766083886
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরে শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার লক্ষ্যে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন বিএনপির নেতাকর্মীরা।

বাসন মেট্রো থানা বিএনপি উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে, বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি বশির আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন চৌধুরী মুসা , কৃষক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান, যুবদল নেতা ইঞ্জিনিয়ার এস এম শামীম প্রমূখ ।

এ সময় গাজীপুর মহানগর বিএনপি ও বাসন মেট্রো থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা—কর্মী উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন যদি কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির নেতা কর্মীরা তাদের কঠোর হস্তে দমন করবে বলে জানান।

Share Now

এই বিভাগের আরও খবর