গাজীপুরে ব্রি’তে নবান্ন উৎসব উদযাপন

আপডেট: November 17, 2024 |
inbound2483083566141107356
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ১৪৩১ নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে  (১৭ নভেম্বর) সকালে ব্রি’র প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে ব্রি’র সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ—পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রি মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি’র মহাপরিচালক এর সহধর্মিণী ফারজিয়া আহমেদ।

র‌্যালি শেষে অতিথি বৃন্দ মাঠে ধান কাটার উৎসবে অংশ গ্রহণ করেন। পরে নবান্ন উৎসব উপলক্ষে ব্রি’র সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে পিঠা ও পায়েস বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর