মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার

আপডেট: November 17, 2024 |
inbound8288473697086459127
print news

মেহেরপুরের গাংনীতে শুটার গান, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ কৃষি পণ্য ও কম্বলসহ কাথুলী ইউপি মেম্বর আজমাইন হোসেন টুটুলকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (১৭ নভেম্বর) ভোর রাতে আজমাইন হোসেন টুটুলের নিজ বাড়ি ধলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ কৃষি পণ্য ও কম্বল।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, টুটুল বিগত সময়ে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানে বিএনপির মিছিল মিটিং সমাবেশে এ যোগদান করছেন।

যৌথবাহিনীর নেতৃত্বদানকারী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী ক্যাপ্টেন রওশন বলেন, আজমাইন হোসেন টুটুলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও সরকারী মালামাল রয়েছে মর্মে থাকা সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, ত্রানের কম্বল, সরকারী কৃষি প্রণোদনার বীজ, সার ও কয়েকটি সেলাই মেশিন।

আজমাইন হোসেন টুটুলের বিরুদ্ধে অস্ত্র আইন ও সরকারী সম্পদ আত্মসাতের অভিযোগে দুটি মামলা দায়ের সাপেক্ষে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর