জয়পুরহাটে  যানজট নিরসনে পুলিশ সুপারের মতবিনিময় সভা

আপডেট: November 27, 2024 |
inbound8794474813521860630
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে জেলার মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়।

সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

সভায় পুলিশ সুপার মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিভিন্ন মতামত, প্রস্তাবনা এবং সমস্যাগুলো মনোযোগসহকারে শোনেন।

তিনি যানজট নিরসনে বাস্তবসম্মত সমাধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, শৃঙ্খলা ও সচেতনতা বজায় রেখে যানজট সমস্যার সমাধান সম্ভব, তবে এর জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

পুলিশ সুপার আরও বলেন যে, শহরের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও যানবাহন চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় তিনি যানজট সমস্যার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার কে. এম. এ মামুন খান চিশতী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলাম,সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ডিআইও-১, ডিএসবি, ওসি ডিবি এবং অন্যান্য পুলিশ সদস্যগণ।

মতবিনিময় সভার পর মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং যানজট নিরসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, যানজট নিরসন ও জনসাধারণের স্বার্থে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ প্রশাসন সবসময় সচেষ্ট। জনগণের সহযোগিতা পেলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

পুলিশ প্রশাসনের এ ধরনের কার্যক্রম জেলার যানজট সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর