‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস অবস্থান তৃতীয়

আপডেট: December 19, 2024 |
inbound2925866461145510625
print news

টানা কয়দিন ধরেই দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষস্থানে আছে ভারতের নয়াদিল্লি। আজও সেই অবস্থান ধরে রেখেছে শহরটি। আর তালিকায় ঢাকা আছে ৩ নম্বরে।

বৃহস্পতিবার সকাল ৮টা ৪০মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ২৬৪ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে ছিল ঢাকা।

একিউআই সূচক অনুযায়ী, আজকের বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভারতের দিল্লি ও বসনিয়া হার্জেগোভিনার সারায়েভো যথাক্রমে ৭২২ ও ৫২২ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে মাঝারি বলে বিবেচনা করা হয়।

একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর