সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা

আপডেট: December 22, 2024 |
inbound8954960203567050068
print news

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসে শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে সারজিস আলম শাহবাগে চিকিৎসকদের আন্দোলন কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি চিকিৎসকদের দাবির সঙ্গে একমত পোষণ করেন।

সারজিস বলেন, ট্রেইনি চিকিৎসকদের দাবি যৌক্তিক। রাস্তায় নেমে আন্দোলন করা লাগছে, যা দুঃখজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় কমিটমেন্ট দিয়েছে দাবি মানার।

বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে, আমরা একসঙ্গে রাস্তায় নামবো। জানুয়ারি থেকে ভাতা কার্যকর করতে হবে। দাবি পূরণ না হলে চিকিৎসকদের সঙ্গে সড়কে নামারও হুঁশিয়ারি দেন তারা।

পরে চিকিৎসকরা বৃহস্পতিবার পর্যন্ত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। তবে কর্মমবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দাবি মানা না হলে আবারও কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা।

এরআগে, দুপুর ১টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের প্রশাসনিক ভবন ছেড়ে সড়কে অবস্থান নেন তারা।

ট্রেইনি চিকিৎসকরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসকের পক্ষে ২৫ হাজার টাকা ভাতায় জীবন ধারণ সম্ভব নয়। এ অবস্থায় ভাতার পরিমাণ ৫০ হাজার টাকায় উন্নীতের দাবি তাদের।

পরে বিএসএমএমইউ’র উপাচার্যসহ অন্য শিক্ষক কর্মকর্তারা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন। তবে তাতেও সড়ক ছাড়তে অস্বীকৃতি জানান আন্দোলনকারীরা।

Share Now

এই বিভাগের আরও খবর