বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জব্দকৃত আলামতে আগুন

আপডেট: January 5, 2025 |
inbound5403989219120551470
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া প্রশাসকের কার্যালয়ের পাশে বিভিন্ন জায়গা থেকে জব্দ করা গচ্ছিত মালামালে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে সেই আগুন নিভিয়ে ফেলেছে।

শনিবার (০৪ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী পরিচয় দিয়ে জেলা প্রশাসন ক্যাম্পাসের আকবারিয়া রেষ্টুরেন্টের কর্মচারী সাজিদ হোসেন বলেন, রেস্টুরেন্টের পাশেই জেলা প্রশাসনের অফিস।

সেখানে আগুন দেখতে পেয়ে আমরা পাশের কর্মচারীদের বলি। তখন ফায়ার সার্ভিসের লোকজন, জেলা প্রশাসনের লোকজন এবং পুলিশ ঘটনাস্হলে আসে।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ আনে।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম জানান,জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের বারান্দায় আগুন লেগেছিল।

আমরা অল্প সময়ের মধ্যেই সেই আগুন নিভিয়ে ফেলেছি। সেখানে রাখা কিছু জিনিস পত্র পুড়ে গেছে। পাশেই আবকারিয়া রেষ্টুরেন্টে।

ধারনা করা হচ্ছে বারান্দার গ্রীল দিয়ে কেউ আগুন দিতে পারে।তবে তদন্তে এ সব বেরিয়ে আসবে।

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান,বিভিন্ন জায়গা থেকে মালামাল জব্দ করে প্রমান হিসেবে আলামত রাখা হয়েছিল।

সেখানেই আগুনের সূত্রপাত।তবে ফায়ার সার্ভিসেকে খবর দিলে ইউনিট এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

সেখানে এখন পুলিশ মোতায়ন করা হয়েছে এবং আমার কর্মকর্তারাও ঘটনাস্হল পরিদর্শন করছে।এই ঘটনায় রবিবার তদন্ত কমিটি গঠন করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর