বিমানবন্দরের পথে খালেদা জিয়া, নেতাকর্মীদের ঢল

আপডেট: January 7, 2025 |
inbound5054992503963271442
print news

লন্ডন যাওয়ার জন্য হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রাত ৮ টা ১৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজা ত্যাগ করেন।

বেগম জিয়ার গাড়ির সঙ্গে অনন্ত ৫ শতাধিক গাড়ি এবং সহস্রাধিক মোটরসাইকেল আছে। এসব পরিবহনে দলীয় সিনিয়র নেতারা ছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন।

2Q==

এদিকে বেগম জিয়ার লন্ডনযাত্রা ঘিরে বিমানবন্দর এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

নেতাকর্মীদের প্রধান সড়ক ব্যবহার না করার অনুরোধ জানিয়ে ফুটপাথে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানানোর অনুরোধ জানিয়েছে বিএনপি। মূলত এই কারণে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত ১০টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’। অ্যাম্বুলেন্সটি সোমবারই ঢাকায় এসেছে, সেটিকে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে রাখা হয়েছে।

রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ১০টায় রয়্যাল কাতার আমারি এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা দেবেন।

নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার রওনক জাহান জানান, ঢাকায় প্রবেশ কিংবা ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বিমানবন্দর সড়কটি গুরুত্বপূর্ণ।

তাই সেখানে যেন জনদুর্ভোগ না হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা নিরাপত্তা বাড়িয়েছি।

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, বিমানবন্দরকেন্দ্রিক অতিরিক্ত ১০ প্লাটুন পুলিশ থাকবে। এছাড়া বিমানবন্দরের নিয়মিত নিরাপত্তায় নিয়োজিত এয়ারপোর্ট আর্মড পুলিশ ও সিভিল এভিয়েশনের সদস্যরা তো আছেই। মাঠে রয়েছে র‌্যাবও।

Share Now

এই বিভাগের আরও খবর