শিবগঞ্জে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ


শাহজাহান আলী,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১ নং ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
০৭ জানুয়ারী (মঙ্গলবার) বিকাল ৫ টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ হাটে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ময়দানহাট্টা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নয়ন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রাসেল মাহমুদ সবুজ, ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজু, যুগ্ম সম্পাদক ফারুক আহম্মেদ, দপ্তর সম্পাদক আহসান হাবিব বাবুল, দাড়িদহ বন্দর কমিটির সভাপতি বুলবুল মন্ডল, বিএনপি নেতা দুলাল চৌধুরী, জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সভাপতি আকরামুল আসহান শাহী, কৃষকদলের সভাপতি শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাহাজ্জত হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, ময়দানহাট্টা ইউনিয়ন শ্রমিক দলের সাধারন সম্পাদক রাকিব সরকার প্রমুখ।