মান্দায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: January 15, 2025 |
inbound2957158988072951350
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মান্দায় বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে, কৃষক সমাবেশের অংশ হিসেবে কুশুম্বা ইউনিয়ন কৃষক দলের উদোগ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হাজার হাজার নেতাকর্মীদের উপস্হিতিতে সমাবেশ টি অনুষ্ঠিত হয়।

উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা কৃষক দলের আহবায়ক মমিনুল হক চঞ্চল।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ৮ নং কুশুম্বা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহাদাৎ হোসেন , এবং সঞ্চালনা করেন অত্র ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেসুর রহমান (মকে) সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, উপজেলা কৃষক দলের আহবায়ক এমদাদুল হক সুলতান ও সদস্য সচিব এজানুর রহমান।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫ পৃষ্ঠা সম্বলিত কৃষকদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়, এবং বিএনপি সরকার ক্ষমতায় গেলে শষ্য বীমা চালুর কথা বলা হয়।

মান্দাতে কৃষি কে এগিয়ে নিতে সকল পরিকল্পনা প্রনয়ণ করা হবে বলে আসস্ত করেন বক্তারা।

বক্তারা আরো বলেন মান্দাতে ধানের শীষের যেই প্রার্থী হবে সকলে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে জয়ী করার অংগীকার ব্যাক্ত করেন।

বক্তব্য শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু।

এরপর কুশুম্বা ইউনিয়নের অন্তরগত সকল ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের ফুলের মালা দিয়ে বরন করে নেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক শাহিনুর রহমান, ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান শালেক, কুশুম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সহ- সভাপতি ও চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ৭ নং প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, মান্দা সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম রাজু, কুশুম্বা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাশরাফি সহ ইউনিয়ন ও থানার নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর