জয়পুরহাটে তারুণ্য উৎসব উপলক্ষে জেলা পর্যায়ে ৬ দিন ব্যাপী টূর্ণামেন্ট এর সমাপনী ও পুরষ্কার বিতরণ

আপডেট: January 24, 2025 |
inbound2172253748698316998
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে  ৫১ দিন ব্যাপী তারুণ্য উৎসব পালিত  হচ্ছে।

এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় শহরের সার্কিট হাউজ মাঠে, ৬ দিন ব্যাপী জেলা পর্যায়ে এ্যাথলেটিক্স, সাইক্লিং, কাবাডী,হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিনট সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

টূর্ণামেন্ট এর সমাপনী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সবুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, তৃপ্তি কণা মন্ডল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, ভূমি কর্মকর্তা রাজিব কুমার বিশ্বাস, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, ভূমি কর্মকর্তা বেলায়েত হোসেন,  আক্কেলপুর উপজেলা ভূমি কর্মকর্তা  মুনিরা সুলতানা সহ বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, ‘জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা পর্যাপ্ত  সুযোগের অভাবে তাদের প্রতিভা প্রকাশ করার সুযোগ পান না।

এজন্য জেলার ৩২টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে আনার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এইরকম আয়োজন ভবিষ্যতে করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি ।

ফুটবল খেলায় ০-১ গোলে কালাই উপজেলা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আক্কেলপুর উপজেলা। কাবাডি খেলায় পাঁচবিবি উপজেলা কে পরাজিত করে  চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট সদর উপজেলা।

Share Now

এই বিভাগের আরও খবর