রাণীশংকৈলে দিনে দুপুরে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

আপডেট: January 25, 2025 |
boishakhinews24.net 1
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দিনে দুপুরে দুইটি দোকানে প্রায় ৩ লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে।

২৪ জানুয়ারি (শুক্রবার ) দুপুরে জুম্মার নামাজের সময় উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর বাজারের নওশাদের মুদিখানার দোকান ও মের্সাস নাফিসা ট্রেডার্স এন্ড বীজ ভান্ডারের মালিক আবু হানিফের দোকানে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্হানিয় ও থানা সূত্রে জানা যায় যে, আজ শুক্রবার জুম্মার দিন দুপুরের নামাজ পড়তে যাওয়ার আগে দোকানের সাটারের তালা লাগিয়ে তারা মসজিদে চলে যান। নামাজ শেষে দোকানে এসে দেখেন দোকানের তালা ভেঙে ক্যাশে রক্ষিত দুই দোকানে প্রায় ৩ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।

দোকানের সিসিটিভি ফোটেজে দেখা যায়, দুপুরে নামাজের সময় দোকানের আশপাশে হেলমেট পড়া চারজন ব্যক্তি ঘোরাঘুরি করছিল। নামাজের সময় দোকানের ভেতর থেকে সেই ব্যক্তিরাই টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর