চীন আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: জামায়াত আমির

আপডেট: January 26, 2025 |
inbound5698142678940375555
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন,প্রতিবেশী দেশ হিসাবে চীন আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। চীন- বাংলাদেশ মৈত্রী সেতু, আলোচিত পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেল নির্মাণে কারিগরি ও নানাবিধ সহযোগিতার পাশাপাশি সড়ক, রেল, বিদ্যুৎ খাতসহ দেশের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে চীনের সরকারী ও বেসরকারী উদ্যোগ দু’দেশের অকৃত্রিম বন্ধুত্বের অসামান্য নিদর্শন বহন করে।

আজ রোববার (২৬ জানুয়ারি) সকালে লং লীভ ফ্রেন্ডশীপের আয়োজনে গাজীপুরে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি চীন সফরে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনকে আমন্ত্রণ জানানোর জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানান।

স্থানীয় সফিপুর বাজার এলাকায় ওয়ামী পার্মানেন্ট ক্যাম্পে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।

অনুষ্ঠানে দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিটি পরিবারে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি করে ফুড প্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জামায়াতের নেতাকর্মী ছাড়াও চীনা দূতাবাসের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন । এর আগে চীনা রাষ্ট্রদূত অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ওয়ামী স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এতিম শিশু ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

Share Now

এই বিভাগের আরও খবর