বগুড়ায় থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র মিলল ডোবায়

আপডেট: January 26, 2025 |
inbound3710336275170472063
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে দুটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।

২৬ জানুয়ারি (রোববার) বিকেলে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামের জনৈক বাবলু মিয়ার ডোবা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন। তিনি বলেন,ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক ডোবার কাঁদা মাটির মধ্যে অস্ত্র দুটির সন্ধান পান।

পরে থানায় খবর দিলে পুলিশ এসে ওই ডোবা থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। উদ্ধার হওয়া অস্ত্র দুটির মধ্যে একটি এলএমজি ও একটি চাইনিজ রাইফেল।

বগুড়া সদর থানার (ওসি) মঈনুদ্দিন আরো বলেন,গত ৫ই আগস্ট বগুড়া সদর থানায় হামলা করে অগ্নিসংযোগ করা হয়।

এসময় থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরণের ৩৯ টি আগ্নেয়াস্ত্র লুন্ঠন করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জনপ্রতিনিধিদের সহাযোগিতায় ২৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বাকি ১৫টি অস্ত্রের মধ্যে আজ দুটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর