বশেমুরবিপ্রবিতে তরুণ উদ্যোক্তা উৎসব আয়োজিত

আপডেট: January 30, 2025 |
inbound7246843937358414914
print news

তরিকুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর মার্কেটিং বিভাগর আয়োজন উদ্যােক্তা উৎসবের আয়াজন করা হয়। তত্ত্বীয় লেখাপড়ার পাশাপাশি হাতে কলম শিক্ষার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। প্রায় সারাদিনই ছিল শিক্ষার্থীদের ভীড়।

দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হোসন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান উদ্যোক্তা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করন।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মােঃ সােহেল হাসান এ ধরনের উৎসব আয়াজনের জন্য মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবান জানান এবং তরুণ উদ্যােক্তাদের সাথে ব্যবসার বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. ঈশিতা রায়, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. শামসুল আরেফিন, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক ড. বশির উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ মার্কটিং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর