শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা ও সংবর্ধনা

আপডেট: January 30, 2025 |
inbound7634720197781938552
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতা, সংবর্ধনা, সাংস্কৃতিক ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারি (বুধবার) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত এডহক কমিটির সভাপতি ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মীর শাহ আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসলিমুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হান্নান।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম,শিবগঞ্জ বালক পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর