আজ জহির রায়হানের ৫৩তম অন্তর্ধান দিবস

আপডেট: January 30, 2025 |
inbound8103359166233104330
print news

প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের ৫৩তম অন্তর্ধান দিবস আজ। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুর বধ্যভূমিতে বড় ভাই সাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লা কায়সারকে খুঁজতে গিয়ে মাত্র ৩৬ বছর বয়সে নিখোঁজ হন তিনি।

পরে জানা যায়, মুক্তিযুদ্ধবিরোধীদের হাতে মিরপুরে তিনি শহীদ হন। তার মৃতদেহটিও পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের কিছুকাল আগে তার নির্মিত ‘জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্র মুক্তিযুদ্ধে বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে।

মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’ নির্মাণ করে সাড়া ফেলেছিলেন তিনি।

‘নিগার’ চলচ্চিত্র পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমির মরণোত্তর সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর