চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট: February 2, 2025 |
inbound2902482058294314115
print news

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এস এম জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের হাজী মহসীন রোডে মেট্রো বেকারী থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

এস এম জয়নাল আবেদীন শহরের আদালত পাড়ার বাসিন্দা এবং তিনি মেট্রো বেকারি নামে খাবার তৈরি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী।

থানার পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক লীগের সাবেক এই নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে নাশকতায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। যে কারণে থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল ও সঙ্গীয় ফোর্স তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার তথ্য রয়েছে। রোববার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর