ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

আপডেট: February 3, 2025 |
inbound5524423471707504064
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় গিয়াস উদ্দিন (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

৩ ফেব্রুয়ারি (সোমবার ) সকাল ১১টার দিকে সদর উপজেলার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ভাউলার হাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়ণপুর মোল্লা পাড়া গ্রামের মৃত কছিম উদ্দিন সরকারের ছেলে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি আরো জানান, ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ভাউলার হাট মোড় এলাকায় গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি তার নাতিকে নিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন।

এসময় হঠাৎ ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ও অক্ষত অবস্থায় বেঁচে যান তার নাতি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর