জাতীয় যুব কাবাডি রানার্সআপ বগুড়া জেলা দলকে পুলিশ সুপারের সংবর্ধনা

আপডেট: February 19, 2025 |
inbound424884775209296237
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত জাতীয় অনুধর্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ বগুড়া জেলা বালক দলকে সংবর্ধনা দিয়েছেন পুলিশ সুপার জেদান আল মুসা।

১৯ ফেব্রুয়ারি (বুধবার) বিকালে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন মোঘল, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য মোস্তফা মোল্লা, কোচ ফারুক হোসেন, রোমানসহ জেলা কাবাডি বালক ও বালিকা দলের সদস্যরা।

পুলিশ সুপার জেদান আল মুসা উদীয়মান কাবাডি খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং কাবাডি উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রতি দেন।

Share Now

এই বিভাগের আরও খবর