জাবিতে মঞ্চায়িত হচ্ছে যাচ্ছে “গিলগামেশ”

আপডেট: February 26, 2025 |
inbound5160026004820067527
print news

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী শুক্রবার টিম শঙ্খনাদ কর্তৃক মঞ্চায়িত হতে যাচ্ছে পৃথিবীর প্রথম প্রাচীনতম লিখিত মহাকাব্য অবলম্বনে নাটক ” দ্যা এপিক অব গিলগামেশ”।

২৬ ফেব্রুয়ারি (বুধবার) বিষয়টি শঙ্খনাদ টিমের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশ্চিত করেন।

তারা আরও বলেন, বাংলা বিভাগের শিক্ষার্থী কর্তৃক আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জহির রায়হান অডিটোরিয়ামের ল্যাব-৩ সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়িত হবে।

নাটকটিতে অভিনয় করেছে বাংলা বিভাগের শিক্ষার্থীদের একাংশ টিম শঙ্খনাদ এবং এর নির্দেশনায় রয়েছেন নাসির খন্দকার।

“দ্যা এপিক অব গিলগামেশ” নাটক সম্পর্কে পরিচালক নাসির খন্দকার বলেন, ‘পৃথিবীর প্রাচীনতম লিখিত মহাকাব্য দ্যা এপিক অব গিলগামেশে আছে মানুষের কথা, আছে দেবতার কথা, আছে মরদেহী সত্তার অমরত্বের পিছে ছূটে চলার এক মহা আখ্যান। এই আখ্যান নিয়ে মঞ্চায়িত হতে যাচ্ছে “দ্যা এপিক অব গিলগামেশ”।

এছাড়া তিনি আরও বলেন, ইতিমধ্যে নাটকটি দেখার জন্য জাহাঙ্গীরনগরসহ পুরো বাংলাদেশেই ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। দর্শকের আগ্রহ বিবেচনায় রেখে এপ্রিলে নাটকটি জাতীয় শিল্পকলায় প্রদর্শনীর কথা ভাবছি।’

এছাড়া আরও রয়েছেন মঞ্চে: মোরসালিন, রবিউল, আশিক, সজল, নাইম, নুরুজ্জামান, রোজ, হিমেল, সাব্বির, জুনায়েদ, তাজবীদ, রাদিয়ান, মীম, নাঈমা, নিতু, অথৈ, আনিকা, রামিসা, নাবিলা, তূরী, বাবু, হাসিন, হিরন প্রযোজনা ব্যবস্থাপনা: সজল, হিমেল, রাদিয়ান মঞ্চ ব্যবস্থাপনা: নাবিলা, জুনায়েদ নির্বাহী প্রযোজক: রোজ, তাজবীদ সঙ্গীত: নাসির, মীম, আনিকা, রামিসা শিল্প ব্যবস্থাপনা: ফিজা, রবিউল, নূর পোশাক পরিকল্পনা: সোহাগ মিশ্র পোশাক ব্যবস্থাপনা: তৃরী, মোরসালিন কোরিওগ্রাফি: কাঁকন চৌধুরী অঙ্গবিন্যাস: জয়ন্ত ত্রিপুরা আলোক পরিকল্পনা: গোলাম ফারুক জয় খাদ্য ও পরিবহন: আশিক, নাঈমা, সাব্বির প্রচার ও প্রকাশনা: নাঈম, নিতু, অথৈ।

Share Now

এই বিভাগের আরও খবর