ঈদের নাটক নিয়ে ব্যস্ত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী

আপডেট: March 8, 2025 |
boishakhinews 21
print news

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদের নাটক ‘ব্রেকিং নিউজ’-এ দেখা যাবে তাকে। তটিনীর বিপরীতে রয়েছেন তৌসিফ মাহবুব। নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন। ‘ব্রেকিং নিউজ’ এর গল্পভাবনাও এই নির্মাতার। এটির চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ।

নির্মাতা গণমাধ্যমকে জানিয়েছেন, এই নাটকের গল্প শহরের এক শীর্ষসন্ত্রাসী ইফতি এবং ‘ক্রাইম ওয়াচ’ টিভি অনুষ্ঠানের সঞ্চালক-প্রতিবেদক মারিয়াকে ঘিরে এগিয়েছে। নাটকে দেখানো হবে সন্ত্রাসী ও সাংবাদিকের মধ্যকার প্রেম ও টানাপোড়েন। তৌসিফ-তটিনী ছাড়াও এর বিভিন্ন চরিত্রে আরও আছেন মুকিত জাকারিয়াসহ অনেকে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে নাটকটি মুক্তি পাবে সিএমভি’র এর ইউটিউব চ্যানেলে।

Share Now

এই বিভাগের আরও খবর