নারী দিবসে উইমেন সেফটি অ্যাওয়ারনেস কর্মশালা: সেইভ ইয়ুথ ডিআইইউ

আপডেট: March 9, 2025 |
inbound601148464105091434
print news

মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ প্রতিবেদক: সেইভ ইয়ুথ ডিআইইউচ্যাপ্টার আন্তর্জাতিক নারী দিবসে আমরা সেই সকল নারীকে শ্রদ্ধা জানাই, যারা নিজেদের অধিকার ও সমতার জন্য সংগ্রাম করেছেন এবং করছেন।

সেইভ ইয়ুথ এবং সী লিডস-এর মতো সংগঠনগুলোর প্রচেষ্টায় আমরা একটি সমতা ও সম্মানপূর্ণ সমাজ গঠনে এগিয়ে যাচ্ছি।

শনিবার (৮ই মার্চ) সেইভ ইয়ুথ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাপ্টার আন্তর্জাতিক নারী দিবসে নারীদের নিরাপত্তা, স্বনির্ভরতা এবং আত্মরক্ষার কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এটি নারীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।

এই নারী দিবসে সেইভ ইয়ুথ ডিআইইউ চ্যাপ্টার উইমেন সেফটি অ্যাওয়ারনেস নিয়ে তুলে ধরেছেন ডিআইউ’র প্রতিনিধি মোঃ আল শাহরিয়া সুইট।

বাংলাদেশে নারী অধিকার ও ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তন্মধ্যে সেইভ ইয়ুথ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাপ্টার উল্লেখযোগ্য। ক্লাবটির মডারেটর শাহাবুদ্দিন আহমেদ, কো-প্রেসিডেন্ট সুমন্ত রামজয় বনিক এবং জেনারেল সেক্রেটারি সায়মন আহমেদের নেতৃত্বে সংগঠনটি যুবসমাজকে সমাজসেবায় উদ্বুদ্ধ করছে।

সেইভ ইয়ুথের অধীনে নারীদের জন্য বিশেষ প্ল্যাটফর্ম “সী লিডস” প্রতিষ্ঠিত হয়েছে, যা নারীর অধিকার আদায় ও তাদের প্রতি সহিংসতা বন্ধে কাজ করে যাচ্ছে।

এ প্ল্যাটফর্মের মাধ্যমে নারীরা তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হন।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাপ্টার থেকে নারীদের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “উইমেন সেফটি অ্যাওয়ারনেস” নামে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে নারীদের নিরাপত্তা, স্বনির্ভরতা এবং আত্মরক্ষার কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। এটি নারীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।

আন্তর্জাতিক নারী দিবসে আমরা সেই সকল নারীকে শ্রদ্ধা জানাই, যারা নিজেদের অধিকার ও সমতার জন্য সংগ্রাম করেছেন এবং করছেন।

সেইভ ইয়ুথ এবং সী লিডস-এর মতো সংগঠনগুলোর প্রচেষ্টায় আমরা একটি সমতা ও সম্মানপূর্ণ সমাজ গঠনে এগিয়ে যাচ্ছি।

আসুন, আমরা সবাই মিলে নারীর ক্ষমতায়ন ও তাদের প্রতি সহিংসতা বন্ধে সচেষ্ট হই এবং একটি সুন্দর ও সমতাপূর্ণ সমাজ গড়ে তুলি।

নারী শব্দটি শুনতে ছোট হলেও এর অর্থ ব্যাপক। সংসার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা-সকল ক্ষেত্রেই রয়েছে নারীর ভূমিকা।

দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল খাতে তাদের স্বাক্ষরতার দৃষ্টান্তে চোখ আটকে যায়। তবুও নারীরা আজ ভুগছে নিরাপত্তাহীনতায়। দিন দিন বেড়েই চলছে নারীর প্রতি সহিংসতা।

Share Now

এই বিভাগের আরও খবর