নরসিংদীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২

আপডেট: March 21, 2025 |
inbound1567436561755826713
print news

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল চাঁনপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩)। একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশারও (৩৫) এই সংঘর্ষে নিহত হয়েছেন বলে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাম মিয়ার সমর্থক।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসু মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল।

দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকাছাড়া ছিলেন। ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসেন তারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকদের এলাকাছাড়া করেন বিএনপি নেতাকর্মীরা।

ঈদকে সামনে রেখে সবশেষ শুক্রবার ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চান। এতে বাধা দেন সামসু মেম্বার ও তার লোকজন। পরে দুপক্ষই টেঁটা, বল্লম, দা, ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন ও ছুরিকাঘাতে আরও একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

রায়পুরা থানার ডিউটি অফিসার এস আই জুবায়ের বলেন,সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামুসু মেম্বার ও সালাম মিয়া ও তাদের সমর্থকরা সঘর্ষে জড়ায়।

নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা চানপুরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যেই পুলিশ কাজ শুরু করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর