বগুড়ায় বাসের ধাক্কায় বগুড়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত নিহত

আপডেট: April 11, 2025 |
inbound9151623422176531805
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে শ্যামলী পরিবহরেন একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর আলম(৫৫) নামের এক অটোচালক নিহত ঘটনাস্থলেই নিহত হয়েছে।

১১ এপ্রিল (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে কাহালু উপজেলার ভাবরা এলাকায় বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নুর আলম কাহালু উপজেলাধীন শিখন বিবির পুকুর গ্রামের মৃত- ওছমান আলীর ছেলে। এসব তথ্য নিশিত করেছে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

ওসি আব্দুল হান্নান জানান,শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দরগারহাট এলাকা থেকে আটো চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন নুর আলম।

পথে ভাবরা নামক স্হানে পৌঁছিলে শ্যামলী পরিবহনের একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস নুর আলমের চালিত অটোতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসলে ঘটনাস্থলে তিনি মারা যান।পরে খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নুর আলমের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীর জিয়াউর রহমান মেডিকেলে কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর