সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সহযোগী আইনজীবি মিউবাউল গ্রেপ্তার

আপডেট: April 13, 2025 |
inbound8958235235062938828
print news

সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আইনজীবী মিসবাউল ইসলাম কয়েসকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে মহানগরের কোতোয়ালি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, মিসবাউলের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ বসন্তপুর গ্রামে। বর্তমানে তিনি সিলেট মহানগরের বিমানবন্দর থানার বড়শালা এলাকায় বসবাস করেন। তিনি আওয়ামী লীগ নেতা হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, মারামারি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার আইনে মিসবাউলের বিরুদ্ধে মোট ৭টি মামলা হয়েছে।

এর মধ্যে মহানগরের কোতোয়ালি মডেল থানায় ৬টি এবং দক্ষিণ সুরমা থানায় ১টি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর