বগুড়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা মেহেদী গ্রেফতার

আপডেট: April 24, 2025 |
inbound2939647142888586131
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামী ছাত্রলীগ নেতা মেহেদী হাসান(৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে বগুড়া জেলার শেরপুর উপজেলার খান্দকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ মেহেদী হাসান বগুড়া শেরপুর উপজেলার খন্দকারপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে এবং শেরপুর পৌর ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান,গ্রেফতারকৃত আসামী মেহেদী হাসানের বিরুদ্ধে গত বছরের ৪নভেম্বর শেরপুর থানায় বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে।

তাকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।

Share Now

এই বিভাগের আরও খবর