বগুড়ায় আ. লীগ দুই নেতা গ্রেপ্তার

আপডেট: May 14, 2025 |
inbound6433427532188425340
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা,নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা মোঃ শওকত আলী (৪৫) ও মোঃ আব্দুল খালেক (৪৬) নামের দুইজনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী বাজার এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মোঃ শওকত আলীকে ও একই দিন বিকেল পৌণে ৬ টায় মির্জাপুর ইউনিয়নের চান্দাইকোনা বাস স্ট্যান্ড এলাকা থেকে মোঃ আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত শওকত আলী উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম পশ্চিমপাড়ার মোঃ আব্দুর রউফ এর ছেলে এবং কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়কে সম্পাদক।

আব্দুল খালেক মির্জাপুর ইউনিয়নের বিরল গ্রামের মৃত-দবির উদ্দিনের ছেলে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জাহিদুল ইসলাম জানান,গত ২ নভেম্বর শেরপুর থানার দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার দুপুরের পর তাদেরকে বগুড়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর