খোকসায় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার করুণ মৃত্যু

আপডেট: June 24, 2025 |
inbound106385989247656898
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় প্রতিবেশীর মেয়েকে শাসন করা কেন্দ্র করে ছেলে উপর হামলা করে প্রতিপক্ষ।

হামলাকারীদের থামাতে গিয়ে হামলায় আহত হন বৃদ্ধ মহম্মদ আলী (৭৫)। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহত বৃদ্ধ মহম্মদ আলীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার প্রত্যুষে (ভোর ৪টার দিকে) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারাগেছেন।

নিহতের বাবার নাম আকমত আলী প্রামানিক। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার সাতপাখিয়া গ্রামের মহম্মদ আলীর ছেলে তারিকুল ইসলাম তারিক প্রতিবেশীর এক মেয়েকে রাস্তায় শাসন করেন।

এ ঘটনাটি মেয়ের পরিবার জানার পর সন্ধ্যায় তারা তারিকুলের বাড়িতে চড়াও হয়। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে প্রতিপক্ষ বাড়ির পাশে রাস্তায় তারিকেলের উপর হামলা করে।

এ সময় বৃদ্ধ মহম্মদ আলী ছেলেকে উদ্ধারে এগিয়ে গেলে প্রতিপক্ষ তার উপর হামলা করে। তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন।

রাতে বৃদ্ধ মহম্মদ আলীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

মঙ্গলবার ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে নিহত মহম্মদ আলী মৃতদেহ গ্রামে আনা হলে শোকাহত মানুষের ঢল নামে।

তাকে একনজর দেখার জন্য নারী পুরুষের লম্বা লাইন পরে যায়। নিহতের পরিবার ঘিরে শোকের মাতম চলতে দেখা যায়।

অন্য দিকে ঘাতক সোনাই শেখর বাড়িতে সুন-সান নিরবতা। ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে পরিবারের সবাই।

গোপগ্রাম ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও থানা পুলিশের একটি দল ঘাতক সোনাই শেখের বাড়িটি পাহাড়া দিতে দেখা যায়। প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি।

তবে স্থানীয় মেম্বরের স্ত্রী ফেরদৌসি খাতুন বলেন, সোনাই সেখের মেয়েকে খারাপ কথা বলায় এ হামলার ঘটনা।

সোমবার বিকালে সোনাই সেখ ও তারা লোকজন প্রথমে মহম্মদ আলীর বাড়িতে হামলা করে। পরে আবার দ্বিতীয় দফায় তারাই হামলার ঘটেনা ঘটায়।

তারিকুল ইসলাম তারিক বলেন, সোনাই শেখের স্ত্রীর নির্দেশেই তার মেয়েকে শাসন করেছিলেন। এ নিয়ে বিকালে ও রাতে দুই দফায় তার বাড়িতে হামলা করা হয়।

রাস্তায় তার উপর প্রতিপক্ষ হামলা করে। এ সময় তার বাবা মহম্মদ আলী তাকে রক্ষায় এগিয়ে এসে হামলার শিকার হন।

তিনি বাবার ঘাতকদের বিচারের দাবি করেন। তিনি তার বাবার হত্যা কারীদের বিরুদ্ধে থানায় মামলা করবেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি শান্ত আছে। নিহতের পরিবার আসছে রাতেই মামলা হবে। আসামী গ্রেফতারের চেষ্টাও চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর