নাটোরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

আপডেট: June 25, 2025 |
inbound7594139869190145473
print news

নাটোরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় বাসচালক মামুনুর রশিদ (৪০)-কে গ্রেফতার করেছে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার রাতে রাজশাহী সিটি করপোরেশনের শাহমখদুম থানার চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুনুর রশিদ রাজশাহীর পুঠিয়া থানার ভাংড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, গত ২০ জুন বিকেলে নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস এবং একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ চার যাত্রী নিহত হন।

এ ঘটনায় সিএনজি চালক বাবুর স্ত্রী বাদী হয়ে সড়ক আইনে মামলা করেন।

ওই মামলার সূত্র ধরে উন্নত প্রযুক্তি এবং রাজশাহী র‍্যাব-৫ এর সহযোগিতায় ঝলমলিয়া হাইওয়ে থানার একটি বিশেষ দল মামুনুর রশিদকে গ্রেফতার করে। তাকে আগামীকাল আদালতে উপস্থাপন করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর