বগুড়ায় প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান গ্রেফতার

আপডেট: August 16, 2025 |
inbound1729317836085239769
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ আগস্ট (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন নিশ্চিতপুর এলাকায় তার নির্মাণাধীন আমেনা ডেইরি ফার্মে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রজেক্ট, অনুদান ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

বগুড়া ছাড়াও নিজ জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে তার বিপুল সম্পদ রয়েছে। ‘আমেনা ফাউন্ডেশন’সহ ‘আমেনা’ নামে একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতেন তিনি।

বগুড়া সদর থানার এসআই নুরুজ্জামান বলেন, “আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।

সেই পরোয়ানামূলে আজ শনিবার সকালে নিশ্চিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর