বগুড়া-২ আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত

আপডেট: August 22, 2025 |
inbound9171996699906809955
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এক যৌথ সভার আয়োজন করেছে।

২২ আগস্ট (শুক্রবার) বিকেলে শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

inbound8136863995886752299

উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

তিনি বলেন,নেতাকর্মীদের সকাল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহবান জানান। তিনি আরোও বলেন,”জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।

ধানের শীষের বিজয় নিশ্চিত কটতে হলে আমাদের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।

উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

তিনি তার বক্তব্যে নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান।তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।
সভায় আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন কৌশলগত পরিকল্পনা গ্রহণ ও করণীয় নির্ধারণ করা হয়।

নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন যে, জনগণের ভোট ফিরিয়ে আনার চলমান আন্দোলনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে এবং যেকোনো মূল্যে নির্বাচনী মাঠ ধরে রাখবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব।

তিনি বলেন, “সরকারের সকল প্রতিকূলতাকে মোকাবেলা করে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে।

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে এখন থেকেই প্রতিটি পাড়া-মহল্লায় আমাদের কাজ শুরু করতে হবে।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ-মর্যাদা) মীর শাকরুল আলম সীমান্ত, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম মুকুল ও তাহেরুল ইসলাম।

এছাড়াও, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম তাদের বক্তব্যে নিজ নিজ সংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়, যা সংগঠনটির নির্বাচনী প্রস্তুতির তৎপরতাকে তুলে ধরে।

Share Now

এই বিভাগের আরও খবর