সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপডেট: August 25, 2025 |
inbound4562766490226614560
print news

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়ায় রোববার রাত সাড়ে ১০টার দিকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

অভিযুক্ত স্বামী ইব্রাহিম হোসেন (৪৭)কে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত রঞ্জনা খাতুন (৩৮) ছিলেন তার স্ত্রী।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইব্রাহিম হোসেন এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে থানায় দেন।

পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর