শিল্প এলাকায় শনিবার ব্যাংক খোলা

আপডেট: July 22, 2020 |
print news

আগামী শনিবার (২৫ জুলাই) দেশের শিল্প এলাকাগুলোতে ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রফতানি বিল বিক্রি এবং এসব শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে আগামী ২৫ জুলাই শনিবার পূর্ণ দিবস খোলা রাখতে হবে।

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রজ্ঞাপনে।

এদিন (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উপরিল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনও ব্যাংক শাখার ওপর চেক দেওয়া যাবে না এবং এ ধরনের চেক যথারীতি প্রত্যাখ্যাত হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর