সালমানকে খুনের পরিকল্পনা, গ্রেফতার মাস্টারমাইন্ড

আপডেট: August 19, 2020 |
print news

প্রায় তিন দশক ধরে বলিউডে আধিপত্য বিস্তার করা বলিউডের সুপারস্টার সালমান খানকে পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা করছিলেন রাহুল আলিয়াস সাঙ্ঘি ওরফে বাবা আলিয়াস সুন্নি। খবর পাওয়ার পর এবার পুলিশের হাতে ধরা পড়লেন মাস্টারমাইন্ড রাহুল।

১৫ আগস্ট উত্তরাখন্ড থেকে গ্রেফতার করা হয় মাস্টারমাইন্ড রাহুলকে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে রাজস্থানের ভিওয়ানির বাসিন্দা রাহুল সালমানকে খুনের পরিকল্পনায় জড়িত।এ বছরের জানুয়ারি থেকে মুম্বাইয়ের বিষ্ণোই গ্যাঙের সঙ্গে যোগাযোগ রাখছিলেন রাহুল। নির্দিষ্ট সময়ে সুযোগ বুঝে সালমানকে উড়িয়ে দেয়ার পরিকল্পনাও ছিল।

ডিসিপি হেডকোয়ার্টার রাজেশ দুগ্গল জানান, সম্প্রতি ফরিদাবাদের রেশন ডিলার প্রবীনকে খুনের অপরাধে গ্রেফতার করা হয় রাহুলকে। গ্রেফতারের পর জেরার সময়ই প্রকাশ্যে আসে সালমানের খুনের পরিকল্পনা।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর