বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা আর নেই

আপডেট: September 8, 2020 |
Boishakhinews 31
print news

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মালেকা খাতুন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার মৌটুপি গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি, শ্বাসকষ্ট ও রক্তশূন্যতাজনিত রোগে ভুগছিলেন। বড় ছেলের সাথে ভোলার আলীনগরে বসবাস করতেন মালেকা খাতুন।

এর আগে গত ২০ আগস্ট বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা কামালের মাকে উন্নতির চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ভোলা সদর হাসপাতাল থেকে ঢাকার সিএমএইচে আনা হয়। কিন্তু, অবস্থার উন্নতি না হচ্ছিল না তার।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর