এবার করোনায় মারা গেলেন অপু বিশ্বাসের মা

আপডেট: September 18, 2020 |
Boishakhinews 139
print news

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস। খবরটি নিশ্চিত করেছেন ল্যাবএইড হাসপাতালের কমিনিউকেশন অফিসার মেহেদি খোদা।

তিনি জানান, দুদিন আগে অপু বিশ্বাসের মাকে করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে মারা যান।

এদিকে অপু বিশ্বাসের সহকারী সজল জানিয়েছেন, শেফালি বিশ্বাসের মরদেহ বগুড়ার বাড়িতে নিয়ে সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু। শেফালি বিশ্বাস অপুর সঙ্গেই ঢাকায় থাকতেন।

বহু সাক্ষাতকারে অপু জানিয়েছেন, তার নায়িকা হওয়ার পিছনে মায়ের অনেক অবদান রয়েছে। তিনিই তাকে নাচ শিখিয়েছেন।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর