ইউক্রেনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ২২

আপডেট: September 26, 2020 |
Boishakhinews 288
print news

ইউক্রেনের সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই খারকিভ বিমানবাহিনী বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।

ইউক্রেনের পূর্বদিকের শহর খারকিভের কাছে নামার সময় অ্যান্টোনোভ-২৬ নামের প্লেনটি বিধ্বস্ত হয়।

খারকিভ বিমানবাহিনী বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়ার সময় বিধ্বস্ত হয় প্লেনটি।
জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এ প্রশিক্ষণ ফ্লাইটে ২৭ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। দু’জন আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন তিনজন। নিখোঁজ তিনজনের সন্ধানে অভিযান চলছে। দুর্ঘটনার কারণও অনুসন্ধান করা হচ্ছে।

এ ঘটনায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শনিবার তিনি দুর্ঘটনাস্থলে যাবেন এবং প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা খতিয়ে দেখার জন্য একটি কমিশন গঠন করবেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর