ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বিতর্ক চান না বাইডেন

আপডেট: October 7, 2020 |
print news

প্রেসিডেন্ট ট্রাম্প যদি এখনো করোনায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে আগামী সপ্তাহে তার সঙ্গে দ্বিতীয় বিতর্ক করা উচিৎ হবে না বলে জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার তিনি সাংবাদিকদের এমনটি জানান।

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাইডেন বলেন, সে যদি এখনো করোনায় আক্রান্ত থাকে তাহলে আমার মনে হয় বিতর্ক করা উচিৎ হবে না।

এ সময় বাইডেন আরো বলেন, আমি জানিনা যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন কেমন আছে। আমি তার সঙ্গে বিতর্কের জন্য মুখিয়ে আছি। তবে আশা করছি যাতে সকল প্রটোকলগুলো অনুসরণ করা হয়।
এদিকে মঙ্গলবার একটি টুইট বার্তায় ট্রাম্প বলেছেন যে, আমি বৃহস্পতিবারের সন্ধ্যার বিতর্কের জন্য মুখিয়ে আছি।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর