বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৯ লাখ ৭১ হাজার

আপডেট: April 14, 2021 |

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৩ কোটি ৮০ লাখ ১৭ হাজার ১৪১ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৯ লাখ ৭১ হাজার ৯০৪ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১১ কোটি ১০ লাখ ৩৪ হাজার ২৬৪ জন।

বুধবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ২০ লাখ ৭০ হাজার ৭৮৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৭৭ হাজার ১৭৯ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৪১০ জন।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৩২১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৭২ হাজার ১১৫ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ২৩ লাখ ৩২ হাজার ৬৮৮ জন।

আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ৩৬ লাখ ১ হাজার ৫৬৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৫৮ হাজার ৭১৮ জনের। তবে ১ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৭৯৮ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে করোনায় সংক্রমিত হয়েছেন ৫১ লাখ ৬ হাজার ৩২৯ জন। এর মধ্যে মারা গেছেন ৯৯ হাজার ৪৮০ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৫১ জন।

এদিকে তালিকায় পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৫৭ হাজার ৮৮৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৩ হাজার ৬০১ জন। এরই মধ্যে ৪২ লাখ ৮১ হাজার ৭৭৬ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর