মেহজাবিনের স্বামী শফিকুল তিন দিনের রিমান্ডে

আপডেট: June 21, 2021 |
print news

রাজধানীর কদমতলীতে বাবা-মা ও বোনকে হত্যা মামলায় গ্রেফতার মেহজাবিনের স্বামী শফিকুলকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনিও এই হত্যা মামলার আসামি।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাকির হোসাইন আসামিকে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

এর আগে ২০ জুন ওই পরিবারটির বড় মেয়ে মেহেজাবিন মুনকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।

গত শনিবার সকালে কদমতলীর মুরাদপুরে পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে অচেতন অবস্থায় মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও মেয়ে তৃপ্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।  এই হত্যাকেণ্ডর দায় স্বীকার করেছেন মেহজাবিন ইসলাম মুন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর