ফ্রান্স ও জার্মানির সঙ্গে শেষ ষোলোতে পর্তুগাল

আপডেট: June 24, 2021 |
print news

 

অবশ্য এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেননি রোনালদো-পেপেরা। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) দিদিয়ের দেশমের শিষ্যরা সমতা ফেরায়। এ সময় কালিয়ান এমবাপেকে ডি বক্সের মধ্যে ফাউল করেন পর্তুগালের নেলসন সেমেদো। পেনাল্টি পায় ফ্রান্স। পেনাল্টি থেকে করিম বেনজেমা গোল করে সমতা ফেরান। এটা ছিল ফ্রান্সের হয়ে ২০১৫ সালের ৮ অক্টোবরের পর বেনজেমার প্রথম গোল।

বিরতির পর পরই গোল করে ব্যবধান বাড়ান বেনজেমা। ৪৭ মিনিটের সময় লম্বা পাসে পল পগবার বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের মধ্যে পেয়ে যান বেনজেমা। তার সামনে ছিলেন কেবল পর্তুগালের গোলরক্ষক রুই প্যাট্রিসিও। তাকে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান রিয়াল তারকা।

৬০ মিনিটের মাথায় আবার পেনাল্টি পায় পর্তুগাল। আবারও পেনাল্টি কিক নেন রোনালদো। আবারও গোল। তাতে ফেরে সমতা। এই গোলের মধ্য দিয়ে পর্তুগালের জার্সি গায়ে ১০৯ গোল করে গোলের বিশ্ব রেকর্ড গড়েন রোনালদো। ছুঁয়ে ফেলেন এতোদিন অধরা থাকা ইরানের আলী দাইয়ির বিশ্ব রেকর্ড।

শেষ পর্যন্ত ২-২ গোলের সমতার মধ্য দিয়েই শেষ হয় ম্যাচ। তাতে ফ্রান্স ও জার্মানির সঙ্গে শেষ ষোলোতে জায়গা হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

ফ্রান্স নকআউট পর্বে খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। আর জার্মানি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর