শুটিং সেটে আহত প্রিয়াঙ্কা

আপডেট: August 29, 2021 |
print news

‘সিটাডেল’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং চলার সময় চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যার কারণে মাথা থেকে গড়িয়ে পড়ছিল রক্ত। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এ অভিনেত্রী।

ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কোনটা সত্যি আর কোনটা নয়?’ তার কয়েক ঘণ্টা পরে এক ভক্ত জানান, তার গালে চোট লেগেছে। কপালে নয়। সেই উত্তর ঠিক নয় বলে জানিয়ে দেন দেশি গার্ল।

তিনি লেখেন, ভ্রু-র কাছে কাটা দাগটাই আসল। ছবি জুম করে ডান চোখের ভ্রু-র ওপর কেটে যাওয়া অংশও দেখান।

লন্ডনে অ্যাকশনধর্মী ‘সিটাডেল’ সিরিজের শুট করছেন প্রিয়াঙ্কা। এক গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন তিনি। নেট মাধ্যমের একটি ছবিতে কালো আর খাকি আউটফিটে দেখা গেছে প্রিয়াঙ্কাকে।

অ্যামাজন প্রাইমে সম্প্রচারিত হওয়ার কথা সিরিজটির। ‘সিটাডেল’-র মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে অভিনেত্রীর। সূত্র: জিনিউজ

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর