স্পিকার সেন্ট পিটার্সবার্গ পৌঁছেছেন
স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইতালির রোমে অনুষ্ঠিত ‘ প্রি-কপ২৬ পার্লামেন্টারি মিটিং’-এ অংশগ্রহণ শেষে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন।
সেখানে পৌঁছলে ফেডারেশন কাউন্সিল অফ রাশিয়ার ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স এর কাউন্সিলর সার্জেই ইসুটিন তাকে স্বাগত জানান।
রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল ফারসেনকো সার্জেই আলেক্সান্দ্রোভিচের পক্ষ থেকেও তাকে স্বাগত জানানো হয়।
এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং মস্কোতে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ডেপুটি হেড অব মিশন ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।
স্পিকার ১৩ থেকে ১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ‘থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরাম’-এ অংশগ্রহণ করবেন।
ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে হুইপ ইকবালুর রহিম এমপি এবং আবিদা আনজুম মিতা এমপি ‘থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরাম’-এ অংশগ্রহণ করবেন। খবর বাসস