মুসলিম রীতিতে বিয়ে করলেন বিল গেটস ও মেলিন্ডা দম্পতির মেয়ে

আপডেট: October 19, 2021 |
print news

ঝমকালো আয়োজনে বিয়ে করেছেন বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস ও মেলিন্ডা দম্পতির বড় মেয়ে জেনিফার। দুই রীতিতে মিশরীয় প্রেমিক নায়েল নাসেরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জেনিফার। শুক্রবার সন্ধ্যায় সীমিত পরিসরে মুসলিম রীতিতে জেনিফার ও নায়েলের বিয়ে সম্পন্ন হয়।

শনিবার বড় মাপের আয়োজনে আরও একবার বিয়ের রীতি পালন করা হয়। বিয়েতে ২০ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম উল্লেখ করেছে। সোমবার বিয়ের ছবি প্রকাশ করেছেন জেনিফার।

নিউ ইয়র্কে ওয়েচেস্টারে গেটসদের ১৪২ একরের পারিবারিক এস্টেটে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৩০০ অতিথি অংশ নেন।

বিয়েতে জেনিফার ভেরা ওয়াংয়ের ডিজাইন করা ঐতিহ্যবাহী গাউন পরেছেন। মেয়ের বিয়ের অনুষ্ঠানে বিল ও মেলিন্ডা গেটসকে একসঙ্গে দেখা গেছে। গত আগস্টে বিয়ে বিচ্ছেদের পর জেনিফারের বিয়েতেই প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে বিশ্বের আলোচিত এই দম্পতিকে। সূত্র : ডেইলি মেইল।

বৈশাখী নিউজ/ ইডি

 

Share Now

এই বিভাগের আরও খবর