কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে: প্রধানমন্ত্রী

সময়: 7:15 pm - October 19, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

স্বাধীনভাবে সবাই ধর্ম পালন করবেন, কেউ বাড়াবাড়ি করবেন না। আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান কেবল বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, হাজার হাজার সেনা সদস্যকেও নির্যাতন ও হত্যা করেছে। ৭৫ এর পর বাংলাদেশে ১৯ বার ক্যু হয়েছে। বিএনপির অনেকেই দাবি করে জিয়াউর রহমানের হাতে সেনাবাহিনী খুবই নিরাপদ ছিল।

শেখ হাসিনা বলেন, এত রক্তক্ষয় হলো এত কিছু ঘটে গেলো বাংলাদেশে। আর যেন এসব না হয়। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার মতো করে বসবাস করবে। যার যার ধর্ম সে সে পালন করবে।

তিনি আরও বলেন, সব ধর্মেই শান্তির কথা বলা আছে। আমাদের ইসলাম ধর্মও তাই বলে। নবীজি বলে গেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর