সুপারস্টার পুনীত রাজকুমার আর নেই

আপডেট: October 30, 2021 |
print news

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমার আর নেই।

শুক্রবার (২৯ অক্টোবর) হঠাৎই হৃদরোগে আক্রান্ত হলে দ্রুতই পুনীতকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই অভিনেতা।

প্রিয় তারকার অসুস্থতার খবরে হাসপাতালের সামনে ভিড় করেছিলেন হাজারও ভক্ত-অনুরাগী। তার মৃত্যুতে ভারতীয় শোবিজ অঙ্গনে নেমে এসেচে শোকের ছায়া। হাসপাতালে পুনীতকে দেখতে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ও রাজস্বমন্ত্রী আর অশোক।

কিংবদন্তী অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার। ৪৬ বছর বয়সী এই অভিনেতাকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে ধনী অভিনেতা হিসেবে গণ্য করা হয়।

২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান পুনীত রাজকুমার। প্রায় ২৯ টি সিনেমায় অভিনয় করছেন পুনীত রাজকুমার।

শিশুঅভিনেতা ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর