শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন পুনিতের বন্ধু বিশাল

সময়: 8:58 am - November 2, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

কোটি ভক্তকে কাঁদিয়ে মাত্র ৪৬ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

অসাধারণ এই অভিনেতা, গায়ক ব্যক্তিগত জীবনে খুবই উদার মনের মানুষ ছিলেন। সামজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি। বাবা কন্নড় সিনেমার ‘ম্যাটিনি আইডল’ রাজকুমারের শুরু করা নানা জনকল্যাণমূলক উদ্যোগ তিনি তত্ত্বাবধান করতেন।

জানা যায়, কর্ণাটকের বিভিন্ন স্থানে ৪৫টি স্কুলে বিনা বেতনে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতেন পুনিত। প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর ভার ছিল এই অভিনেতার কাঁধে। এ ছাড়া তার তত্ত্বাবধানে পরিচালিত হতো ২৬টি অনাথাশ্রম, ১৯টি গরুর খামার এবং ১৬টি বৃদ্ধাশ্রম। পুনিতের অনুপস্থিতিতে এই প্রতিষ্ঠানগুলোতে শোকের মাতম চলছে। অনেকেই কাঁদছেন তাদের প্রিয় এই মানুষের জন্য। তাদের কাছে পুনিত অভিনেতা ছিলেন না, ছিলেন দেবতার মতো।

পুনিতের বন্ধু ছিলেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা বিশাল। প্রিয় বন্ধুর জনকল্যাণ মূলক কাজ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। এ বিষয়ে বিশাল বলেন—পুনীত রাজকুমার ১ হাজার ৮০০ শিক্ষার্থীর পড়াশোনার ভার নিয়েছিলেন। পুনিত যা শুরু করেছিল তাতে আমি গর্বিত। আজ থেকে এটি আমি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। এখন থেকে এসব শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব আমার।’

বিশালের পরবর্তী সিনেমা ‘ইনেমি’। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন আনন্দ শঙ্কর। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগে প্রি-রিলিজ অনুষ্ঠানে এই ঘোষণা দেন বিশাল।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর