চিরঞ্জীবীর সিনেমায় তামান্না সর্ব্বোচ্চ পারিশ্রামিক পাচ্ছেন

সময়: 9:03 am - November 3, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

মিল্কি বিউটি’খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। ২০০৫ সালে হিন্দি ভাষার ‘চাঁদ সা রোশান চেহারা’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর তেলেগু ভাষার ‘শ্রী’ সিনেমার মাধ্যমে একই বছর দক্ষিণী সিনেমায় পা রাখেন এই অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে তার অভিনীত ৬৯টি সিনেমা মুক্তি পেয়েছে। এ তালিকায় রয়েছে—‘বাহুবলি’, ‘কেজিএফ’, ‘সাইরা নরসিমহা রেড্ডি’-এর মতো সিনেমা।

পরিচালক মেহের রমেশ ‘ভোলা শঙ্কর’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন তামান্না ভাটিয়া। আর এ সিনেমার জন‌্য ক‌্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

টলিউড ডটনেটকে একটি সূত্র বলেন—‘তামান্না ভাটিয়ার অভিনয় দেখে মুগ্ধতা প্রকাশ করেন ‘মেগাস্টার’ চিরঞ্জীবী। এজন্য তিনি সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য তামান্না ভাটিয়াকে নেওয়ার পরাশর্ম দেন। তামান্না তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই সিনেমার জন্য।’

তামিল ভাষার ‘ভেদেলাম’ সিনেমার রিমেক ‘ভোলা শঙ্কর’। ‘ভেদেলাম’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেন অজিত কুমার ও শ্রুতি হাসান। অজিত কুমার ও শ্রুতি হাসানের চরিত্র রূপায়ন করবেন চিরঞ্জীবী-তামান্না। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন কীর্তি সুরেশ। আগামী ১১ নভেম্বর মহরত অনুষ্ঠিত হবে, ১৫ নভেম্বর থেকে দৃশ‌্যধারণের কাজ শুরু করবেন নির্মাতা।

বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ চিরঞ্জীবীর হাতে রয়েছে। এর মধ‌্যে উল্লেখ‌যোগ‌্য হলো ‘গডফাদার’। এটি মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেক। পলিটিক‌্যাল-থ্রিলার ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন মোহন রাজা। তার অভিনীত ‘আচার্য’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মায়েস্ট্রো’। তামান্না ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—নিতিন, যীশু সেনগুপ্ত, নরেশ প্রমুখ। তেলেগু ভাষার এ সিনেমা গত ১৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।

বর্তমানে তামান্নার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘এফ থ্রি’, ‘ঘানি’, ‘প্ল্যান এ প্ল্যান বি’, ‘সেটিমার’, ‘গুরথুন্দা সীতাকালাম’, ‘বোল চুরিয়া’, ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’ সিনেমায় দেখা যাবে তাকে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর