ঢাকা-টাঙ্গাইল ডাবল রেললাইন হবে : রেলমন্ত্রী

আপডেট: November 11, 2021 |

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেল লাইন করা হবে খুব শিগগিরি। বঙ্গবন্ধু রেল সেতু কাজ শেষ হবার আগেই এ কাজ শুরু করা হবে।’

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১ টার দিকে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশনের প্লাটফর্ম কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ২০২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু রেলসেতুর কাজ শেষ হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা থেকে উত্তরবঙ্গের সব রেললাইন ডবল করা হবে। যাতে করে দুই লাইনে রেল চলাচল করতে পারে। সাধারণ মানুষ এখন রেলের প্রতি বেশি আগ্রহী। যাতে রেলে বেশি যাতায়াত করে সেই দিকে নজর দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা ও টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীর প্রমুখ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর